সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি
১ নভেম্বর ২০ ২৪
১১:৫৪ অপরাহ্ণ

এসো মুহাম্মাদ (সা.)কে জানি মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নের অন্তর্গত চারিগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এসো মুহাম্মদ (সা.)’কে জানি মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অদ্য ১ নভেম্বর, রোজ শুক্রবার, বাদ জুমুআ, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গেরকাছ আলিম মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা জমশের আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম নাহিদ।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রুবেল আহমদ, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমেদ, আরব শাহ রহ. একাডেমীর শিক্ষক মাওলানা ফেরদৌসুর রহমান, জেদ্দা আল ইসলাহর সদস্য আব্দুল হক, গনাইঘর জামে মসজিদের ইমাম ও খতিব মাহমুদ ইয়াহইয়া, হামদরচক জামে মসজিদের ইমাম ও খতিব, সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলার সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন সভাপতি আহসান উদ্দিন, খাজাঞ্চী পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি শফিকুর রহমান, তোতা মিয়া, লাল মিয়া, আবু মিয়া।

আরো উপস্থিত ছিলেন অত্র শাখার সহ সভাপতি আলী আহমদ মাছুম, নাইম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ আবু সুফিয়ান, সহ অর্থ সম্পাদক আবু রায়হান, অফিস সম্পাদক মুহাম্মদ আলী রাকেল, সদস্য লোকমান আহমদ, ফাহিম আহমেদ, মিনহাজ, শাহেদ, আবু সালেহ, ফাহিম, ইমন যাবের, আবুল হোসেন, ইয়াছিন, ফাহিম, ছাইম, আল আমিন, আবদুল বাসিত মুছাদ্দিক প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ