৭:৪৩ অপরাহ্ণ
এমপি মোয়াজ্জেম হোসেন রতনের মাতৃবিয়োগ
সুনামগঞ্জ -১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের মা রাবেয়া খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
জানা যায়, রবিবার (৩ডিসেম্বর) রাত সোয়া ১২ টার দিকে ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ আজ সোমবার (৪ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় সময় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে এমপির নিজ বাড়িতে হাওর বাংলার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন, স্থানীয় সাংবাদিকদের প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এমপি মোয়াজ্জেম হোসেন রতনের মাতৃবিয়োগে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।