৯:২১ অপরাহ্ণ
মিটার পাঠক ও বিতরণকারীদের যোগ্যতা অনুযায়ী বিদ্যুৎ অফিসে বিভিন্ন পদে নিযোগ দিতে হবে---আসাদুজ্জামান বাবুল
মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলি ও হামলায় প্রায় ২ হাজার মানুষ শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় ৩৪ হাজার মানুষ, চোখ হারিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী।
তাদের আত্যাদানের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন দেশে আর কোন বৈষম্য হতে দেয়া হবে না। আপনারা সবসময় সংগ্রামী মনোভাব নিয়ে থাকবেন। কারন শ্রমিকদের বাঁচার অধিকার আদায় করার একমাত্র পথ হলো সংগ্রাম ও আন্দোলন।
আন্দোলন ছাড়া কোন দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিদ্যুৎ অফিসে যোগ্যতা ছাড়াই টাকার বিনিময়ে অবৈধভাবে চাকরি দেয়া দেয়া হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।
অবিলম্বে তাদেরকে চাকুরীচূত্য করে যোগ্য ব্যক্তিদেরই নিয়োগ দিতে হবে। যারা ১৫-২০ বছর ধরে বিদ্যুৎ অফিসে মিটার পাঠক ও বিল বিতরণ করছেন তাদেরকে যোগ্যতা অনুযায়ী বিদ্যুৎ অফিসের বিভিন্ন পদে নিযোগ দিতে হবে। এদের নিয়োগ দিলে তাদের অভিজ্ঞতা দিয়ে গ্রাহকদের সেবার মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সমৃদ্ধশালী করতে পারবে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরতলীর শাহপরান এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. বি-১৮৮৬) কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোরমান আলীর সভাপতিত্বে এবং আবু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রোজ. বি-১৮৮৬ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বরিশাল শ্রমিক দলের আহবায়ক ফয়েজ খান, মৌলভীবাজার শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সদস্য গাজী আইয়ুব, ঢাকা জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. বি-১৮৮৬) এর জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, রাঙামাটি বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান।