১১:২৭ অপরাহ্ণ
গোলাপগঞ্জে উলামা সমাবেশে সেলিম উদ্দিন
মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আল্লাহর আইনে দেশ চালাতে হবে
বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আল্লাহর আইনে দেশ চালাতে হবে।
বিগত ৫৩ বছর এ দেশের শাসকদের ব্যর্থতার কারণ হচ্ছে সততা ও ন্যায়পরায়ণতা অভাব। আগামীতে সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়তে ছাত্র ও যুব সমাজের দেখানো বৈষম্যহীন পথেই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
তিনি গত বুধবার রাতে গোলাপগঞ্জ উপজেলা জামায়েত ইসলামী আয়োজিত উলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলার নবনির্বাচিত আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই খোদাভীরু নেতৃত্বকে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করতে এগিয়ে যেতে হবে।
জামায়াতে ইসলামীর গোলাপগঞ্জ উপজেলা আমির মাওলানা জমির উদ্দিন এর সভাপতিত্বে, সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ জামাল ও এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সিলেট দক্ষিণ জেলা শাখার এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ নাজমুল ইসলাম।
এছাড়া আরোও বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা এস এম আব্দুর রহিম,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হান্নান,মাওলানা এনামুল হক প্রমুখ। সমাবেশে উপজেলা বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, সুপার, মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ বিপুল সংখ্যক আলেম অংশগ্রহণ করেন।