সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২৯ নভেম্বর ২০ ২৪
৩:২৩ অপরাহ্ণ

মুরারিচাঁদ কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যুব রেড ক্রিসেন্ট দলের মুরারিচাঁদ কলেজের প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এবং দায়িত্বপাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক জেবিন আক্তার ২০২৪-২৫ সালের জন্য ৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন।

এতে দলনেতা হয়েছেন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ডালিম আহমেদ এবং উপ দলনেতা-১ হয়েছেন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী রাজিব হোসাইন ও উপ দলনেতা-২ হয়েছেন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী বখতিয়ার মাহমুদ। পূর্বাশা, আনন্দ, অনুভূতি, প্রীতি ও উৎকর্ষ নামে ৫ দলে ভাগ করে প্রতি দলে ১০ জন করে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, কলেজে বেশ কয়েকটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের মধ্যে যুব রেড ক্রিসেন্ট দল অন্যতম। তারা বিভিন্ন দুর্যোগে ঝুঁকি নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে।

বিগত বন্যায় তাদের কার্যক্রম প্রশংসিত হয়েছে। তারা জন-সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও কলেজের বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ