৬:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি
জগন্নাথপুরে হা.ম.লায় আ.হত কলেজ ছাত্রের পরিবার শ.ঙ্কায়
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলায় এক কলেজ ছাত্রের পরিবার এখনো প্রাণনাশের শঙ্কা নিয়ে জীবন-যাপন করছেন। জানাগেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে স্থানীয় নোয়াগাঁও গ্রামের আফজাল খান সহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
যদিও আফজাল খান বিজয়ী হতে পারেননি। তবুও নির্বাচনী রেশ ধরে তার ছেলে কলেজ ছাত্র আলী আহমদ হামলার শিকার হন। বিগত ২০২২ সালের ২২ জানুয়ারি ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র আলী আহমদ কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
টানা ১১ দিন তিনি সিলেটের নর্থইস্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সুস্থ হয়ে কলেজ ছাত্র আলী আহমদ প্রাণভয়ে দেশে ছেড়ে বিদেশ চলে যান। তিনি বিদেশে চলে গেলেও তার পরিবারের লোকজন ভালো নেই। এ বিষয়ে আলী আহমদের পিতা আফজাল খান বলেন, আমি নির্বাচনে অংশ না নিতে দুইটি পক্ষ নিষেধ করেছিল।
এরপরও জনগণের চাওয়াকে সম্মান জানিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। নির্বাচনে আমি বিজয়ী না হলেও নির্বাচনী শত্রুতায় আমার ছেলে কলেজ ছাত্র আলী আহমদকে প্রাণে মারতে চেয়েছিল শত্রুরা। বর্তমানে আমার ছেলে আলী আহমদ বিদেশ থাকায় নিরাপদ রয়েছে। তবে আমরা যারা বাড়িতে আছি ভালো নেই। এখনো আমরা প্রাণনাশের শঙ্কায় ভূগছি।