৪:৩৬ অপরাহ্ণ
হরতাল চলাকালে নগরীতে মহানগর যুবদলের মিছিল
বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল। বৃহস্পতিবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর সুবিদবাজার এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, জামাল আহমদ খান, এম. এ সালাম, রিপন চৌধুরী, নূর মোহাম্মদ খাঁন, মাহতাব আহমেদ, কামাল হোসেন, আমিনুল হক তুহিন, জুনেল আহমেদ, সুয়েব আহমদ, লায়েক আহমদ, মুজিবুল হক রাহাত ,পারভেজ আহমেদ, নজরুল ইসলাম, শামসুল ইসলাম ও তানজিম আহমেদ লিটন প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের একতরফা নির্বাচনে দেশপ্রেমিক দল ও জনগণ অংশ গ্রহণ করবেনা। বাকশালী ও দালালরাই পাতানো নির্বাচনে অংশ নিতে পারে। এই ধরনের পাতানো নির্বাচন জাতি সফল হতে দিবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। জনতার বিজয় নিশ্চিত করতে যুবদল নেতাকর্মীরা অঙ্গিকারাবদ্ধ।-বিজ্ঞপ্তি