সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২১ জুন ২০ ২৪
১০ :২১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

শুক্রবার(২১জুন) বিকেলে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও ফেদারগাঁও বন্যা আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট জেলার বন্যাদুর্গতদের কেউ অভূক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা রয়েছে। নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আজ কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত ৩০০ জনকে রান্না করা খাবার ও ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ