সোমবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৫
নিজস্ব প্রতিবেদক, সিলেট::
১৪ জানুয়ারী ২০ ২৫
৩:২৫ অপরাহ্ণ

সিলেটে আনন্দ ভ্রমণে আরব আমিরাতের প্রবাসী বন্ধু সমাজ

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বন্ধু সমাজ চট্রগ্রামের দায়িত্বশীলবৃন্দ চায়ের দেশ সিলেটে ৩ দিনের আনন্দভ্রমণে এসে অভিভূত হয়েছেন।

গত ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আমিরাতের "প্রবাসী বন্ধু সমাজ" এর দায়িত্বশীলগণ সিলেটে অবস্থান করে পুর্ণভূমির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

১০ জানুয়ারি শুক্রবার ভোরে দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটে পৌছালে তাদেরকে স্বাগত জানান মাওলানা মাহবুবুর রহমান ও সৈয়দ এহসানুল হাসান।

তাদের সাথে কুশল বিনিময় শেষে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে ৩ দিনের যাত্রার প্রথম দিনের যাত্রা সূচনা শুরু করেন তারা।

চট্টগ্রাম এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে সিলেট ভ্রমণে অংশগ্রহণ করেন ইলিয়াস হোসাইন, বেলাল আহমেদ, সাইফুদ্দিন, নজরুল ইসলাম, এম এ কে আজাদ।

প্রথম দিনেই তারা সিলেটের সাদা পাথর খ্যাত ভোলাগঞ্জ ভ্রমণ করেন। এসময় তাদের সাথে আনন্দ ভ্রমণে যুক্ত হন মির্জা মো. সাহাদ, মির্জা শাহী মোবারক ও মাসুম আহমদ। দ্বিতীয় দিনে প্রবাসী বন্ধু সমাজের অন্যতম দায়িত্বশীল মির্জা আবু সুফিয়ানের গ্রামের বাড়ি শীতল পাটির রাজধানী খ্যাত বালাগঞ্জ ভ্রমণ করেন তারা। এছাড়াও তারা সিলেটের অন্যতম পর্যটনস্পট লালা খাল, উদ্মার পাহাড় ও জাফলং ভ্রমণ করেন।

যাত্রা পথে মির্জা সাহাদ ও সৈয়দ এহসানুল হাসান প্রবাসী বন্ধু সমাজের দায়ীত্বশীল বৃন্দদের সিলেটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে দেখান। চট্টগ্রাম থেকে সিলেটের পুরো যাত্রাপথ ছিলো আনন্দ এবং উল্লাসের।

মনোমুগ্ধকর এই আনন্দ ভ্রমণে মির্জা আবু সুফিয়ান ও বেলাল আহমদের সার্বিক তত্বাবধানে আবুল কালাম আজাদের নেতৃত্বে হযরত শাহপরান (র.) এর মাজার যিয়ারতের মধ্যে দিয়ে শেষ দিনের ভ্রমণ শেষে চট্টগ্রামের পথে রওয়ানা দেন তারা।

চট্টগ্রাম থেকে ভ্রমণে আসা প্রবাসী বন্ধু সমাজের দায়িত্বশীল বৃন্দ সিলেটের প্রশংসা করে বলেন, আধ্যাত্মিক নগরীর রাজধানী খ্যাত সিলেট একটি শান্তির শহর, এই শহরের মানুষ এবং পরিবেশ দুটি'ই খুবই মনোমুগ্ধকর।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ