শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
স্পোর্টস ডেস্ক::
৫ মার্চ ২০ ২৪
৮:১৯ অপরাহ্ণ

ভারতকে ৩-১ হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের ম্যাচে মঙ্গলবার ভারতকে ৩-১ হারায় সাইফুল বারী টিটুর দল। স্বাগতিক নেপালকে ২-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছির বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মেয়েরা।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নবম মিনিটে আলপি আক্তারের ফ্রি কিক রক্ষণে বাথা পেয়ে ফিরে আসে। ফিরতি শট গোলরক্ষক সরাজমুনি কুমারীর গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। আক্রমণের ঢেউ তুলে ৫৫তম মিনিটে সমতায় ফেরে ভারত। বাইলাইনের একটু উপর থেকে আনুশকা শার্মার সরাসরি শট দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

৭৮তম মিনিটে দারুণ গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি। নেপালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ৮৯তম মিনিটে অর্পিতা বিশ্বাসের গোলে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আসরে দুই ম্যাচে ভারতের এটি প্রথম হার। প্রথম ম্যাচে তারা ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল। দুই ম্যাচে ৩ পয়েন্ট ভারতের। ভুটানকে ৩-০ গোলে হারানো নেপালেরও দুই ম্যাচে পয়েন্ট ৩।

আগামী শুক্রবার ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টানা দুই হারে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল। এই ম্যাচে ঠিক হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ