মঙ্গলবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৪
বিজ্ঞপ্তি
১৬ জানুয়ারী ২০ ২৪
৭:২৩ অপরাহ্ণ

ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের ফ্রি অপারেশনের জন্য নাম তালিকাভূক্তির আহবান

রোটারি ক্লাব জালালাবাদ এর আয়োজনে ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামৃল্যে প্লাস্টিক সার্জারি অপারেশন করা হবে। উক্ত প্লাস্টিক সার্জারি অপারেশন করবেন আমেরিকা,কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, তুরস্ক,ও মিশর থেকে আগত রোটা প্লাস্ট ইন্টারন্যাশনালের বিশ্বখ্যাত সার্জন ও মেডিকেল বিশেষজ্ঞবৃন্দ।

আগ্রহী ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে জালালাবাদ রোটারি হাসপাতাল মানিকপীর রোড সিলেট। মোবাইল:০১৭২৬-৬৮১৯৬২,০১৭১৪-০৪০০৭৮,০১৭১১-৩২০৬৩৬,০১৭১২-৩৬১৭৭৭,০১৭১১৪-৮৪৩৯৩,০১৭১২-৬৮৭৮০৭, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মিরবক্সটুলা সিলেট। মোবাইল:০১৭৩০৬৩৯০২৪ফোন:৮৮০২৯৯৬৬৩৬১২২,৮৮০২৯৯৬৬৩৬১২৩ ঠিকানায় নাম তালিকা ভুক্তির জন্য রোটাপ্লাস মিশন ২০২৪ বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী ডা. মনজুরুল হক চৌধুরী আগ্রহী রোগীদের অনুরোধ জানিয়েছেন। তালিকাভুক্ত রোগীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগী বাছাই করা হবে এবং ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অপারেশন করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ