৭:২৩ অপরাহ্ণ
ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের ফ্রি অপারেশনের জন্য নাম তালিকাভূক্তির আহবান
রোটারি ক্লাব জালালাবাদ এর আয়োজনে ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামৃল্যে প্লাস্টিক সার্জারি অপারেশন করা হবে। উক্ত প্লাস্টিক সার্জারি অপারেশন করবেন আমেরিকা,কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, তুরস্ক,ও মিশর থেকে আগত রোটা প্লাস্ট ইন্টারন্যাশনালের বিশ্বখ্যাত সার্জন ও মেডিকেল বিশেষজ্ঞবৃন্দ।
আগ্রহী ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে জালালাবাদ রোটারি হাসপাতাল মানিকপীর রোড সিলেট। মোবাইল:০১৭২৬-৬৮১৯৬২,০১৭১৪-০৪০০৭৮,০১৭১১-৩২০৬৩৬,০১৭১২-৩৬১৭৭৭,০১৭১১৪-৮৪৩৯৩,০১৭১২-৬৮৭৮০৭, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মিরবক্সটুলা সিলেট। মোবাইল:০১৭৩০৬৩৯০২৪ফোন:৮৮০২৯৯৬৬৩৬১২২,৮৮০২৯৯৬৬৩৬১২৩ ঠিকানায় নাম তালিকা ভুক্তির জন্য রোটাপ্লাস মিশন ২০২৪ বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী ডা. মনজুরুল হক চৌধুরী আগ্রহী রোগীদের অনুরোধ জানিয়েছেন। তালিকাভুক্ত রোগীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগী বাছাই করা হবে এবং ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অপারেশন করা হবে।