বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
বিজ্ঞপ্তি
৩ জুন ২০ ২৩
১০ :২৭ অপরাহ্ণ

সিলেট-চাঁদপুর আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে সিলেটস্থ চাঁদপুর সমিতির সভা

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির আলোচনা সভা গতকাল ২ জুন শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সিলেট-চাঁদপুর রুটে এক জোড়া আন্তঃনগর ট্রেন স্থায়ী ভাবে চালুর জোর দাবী জানিয়ে বলেন, সিলেটে বসবাসরত অনেক সরকারি-বেসরকারি চাকুরীজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আছেন।

প্রয়োজনের তাগিদে সিলেট থেকে চাঁদপুর যেতে হলে তাদেরকে অনেক কষ্ট করে যেতে হয়। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বৃহত্তর জনগণের কষ্ট লাগবে অনতিবিলম্বে মানবিক দিক বিবেচনা করে সিলেট-চাঁদপুর রুটে এক জোড়া আন্তঃনগর ট্রেন স্থায়ী ভাবে চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি এ.বি.এম বাচ্চু মিয়া, সহ সভাপতি মির্জা হারুনুর রশিদ, হেলাল উদ্দিন মুন্সি, মফিজুল ইসলাম, এসএম ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটওয়ারী, মোঃ সামসুজ্জামান, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক তারিক হোসেন টিপু, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বেপারী, অর্থ সম্পাদক মাসুদ কাজী, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, দপ্তর সম্পাদক রুনা সুলতানা, শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, কার্যকরী কমিটির সদস্য তাজ উদ্দিন তালুকদার, খোরশেদ আলম তালুকদার, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, আলী আশরাফ, আব্দুস সাত্তার সরকার, বাবুল ঢালী, আরিফ হোসেন, ফয়সল আহমদ, নাজমুল হোসেন সোহেল, মিজানুর রহমান প্রমুখ।

সভায় সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উল্লেখ্য, গত ২২/০৫/২০২৩ইং তারিখে সিলেট-চাঁদপুর রুটে এক জোড়া আন্তঃনগর ট্রেন স্থায়ীভাবে চালুর জোর দাবী জানিয়ে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বরাবরে সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির পক্ষে থেকে লিখিত আবেদন করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ