১০ :৪৭ অপরাহ্ণ
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন: ড. জাহিদ হোসেন
সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এজেডএম জাহিদ হোসেন বলছেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন।
এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। খাতাপত্র থেকে মুঁছে ফেলা হলেও দেশের মানুষের মন থেকে মুছে দেয়া যায়নি। ৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের সূচনা। সাতই নভেম্বরকে মনেপ্রাণে ধারণা করতে হবে।
স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এদেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহী জনতা বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দেশের কল্যান-অগ্রগির জন্য।
নতুন প্রজন্মের কাছে বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরতে হবে।
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে নগরীর কুমারপাড়াস্হ মালঞ্চ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (এসপিপি) সিলেট- এর উদ্যোগে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন এসপিপি সিলেটের আহ্বায়ক বিশিষ্ট পেশাজীবী নেতা ডা. শামীমুর রহমান।
এসপিপির সিলেটের সদস্য সচিব প্রফেসর ডা.শাহনেওয়াজ চৌধুরী ও আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম।
বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ডা: নাজমুল ইসলাম, সিনিয়র আইনজীবী আশিক উদ্দিন, সাংবাদিক বদরুদ্দোজা বদর প্রমূখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড সাজেদুল করিম, প্রফেসর প্রকৌশলী ড মোহাম্মদ ইকবাল, ডা: জিয়াউর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, প্রফেসর ড আতাউর রহমান সিকৃবি), প্রফেসর ড রাশেদ হাসনাত, প্রফেসর এমদাদুল হক, প্রফেসর ড মাহবুব ইকবাল, প্রফেসর ড সালমা আক্তার, প্রফেসর আবদুল আজিজ, এডিশনাল পিপি আল আসলাম মুমিন, ডা: জামিল আহমদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সদস্য।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের পর জাতীয় সঙ্গিত ও দলীয় সঙ্গিত পরিবেশন করা হয়।