১১:৫৯ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় এমপি হাবিবের অফিস ভাংচুর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে ৩ আগষ্ট রোববার সকাল থেকে নগরীর দক্ষিণ সুরমায় ভার্থখলা পুলের থেকে পিরিজপুর পর্যন্ত ১দফার দাবিতে মিছিলে বিকাল ৪ পর্যন্ত আওয়ামী ও সহযোগী নেতাকর্মীদের সাথে ইট পাটকেল নিক্ষেপ করে।
বিকাল ৩.৩০ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী সন্ত্রাসীরা ও চন্ডিপুস্ত সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান নিজ অফিস ভাংচুর করে তান্ডব চালায় ও প্রাঙনে তাকা মোটর সাইকেল অগ্নি সংযোগ করে।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, এমপির পিএস জাহেদ আলী, মোল্লারগাঁও ইউপি সদস্য জাকির হোসেন সহ মোট ১৩টি মোটরসাইকেল অগ্নি সংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী সন্ত্রাসীরা পরিস্থিতিতে এরাতে এসময় পুলিশ জলকামান ব্যবহার শান্ত করে।
সন্ধায় ৬টায় সিলেট পুরাতন রেলগেইট এলাকায় সড়কে টায়ার জ্বালায় বিক্ষোভ খবর পাওয়া যায়। দিনভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের সাথে দাওয়া পালটা দাওয়ায় হলে হতাহতের কোন খবর পাওয়ানি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি উক্তোজনা বিরাজ করছে। এ বিষয়ে এমপি পক্ষে থেকে মামলা দায়ের এর কোন খবর জানতে চাইলে তিনির পিএস যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।