৪:৩৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইসলামিক রিলিফ ইউএসএ'র অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশ'র বাস্তবায়নে স্কেলিং আপ গ্র্যাজুয়েশন অ্যান্ড রেজিলিয়েন্স প্রকল্পের অবহিতকরণ সভা বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলীর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সমীরন চন্দের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রকল্প ব্যবস্থাপক অহিদুল ইসলাম, মেম্বার শেখ ফরিদ, দুলাল মিয়া দুলা, মেহেদী হাসান ডালিম, লিটন আহমদ, সুজিত দাস, জামাল হোসেন, ইউপি মহিলা সদস্য মার্জিয়া আক্তার, তাজিরুন নেছা, গণমাধ্যম প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, শিক্ষক প্রতিনিধি মাইনুল ইসলাম, সহকারী পরিবার কল্যাণ প্রতিনিধি দীপ্তি রাণী দাস, সমাজকর্মী নিজাম উদ্দিন, আফজল মিয়া, হিসাব সহকারী আখতার হোসাইন, অফিস সহায়ক সিরাজুল ইসলাম, রাসেল আহমদ, এফআইভিডিবির ফুজায়েল আহমদ, গ্রাম পুলিশ সদস্য জমিরুন নেছা, কমলা আক্তার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফের জেলা, উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ।