১১:০ ৮ অপরাহ্ণ
ধর্মপাশায় বাড়ির ঘাটে মুগরাইন হাওরের পানিতে ডু.বে বউ-শ্বাশুড়ির মৃ.ত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুত্রবধূ পিপাশা আক্তার (২১) ও তার শ্বাশুড়ি রেজিয়া খাতুন (৪৫) নামের বউ-শ্বাশুড়ি দুজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিয়ারচর গ্ৰামে।
আজ (১২জুলাই) শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
ধর্মপাশা থানা পুলিশ ও মৃত ব্যক্তিদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানিয়ারচর গ্রামের বাসিন্দা মোঃ ফিরোজ আলীর ছেলে হক মিয়ার স্ত্রী পিপাশা আক্তার (২১) আজ (১২জুলাই) শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির ঘাটে থাকা মুগরাইন হাওরের পানিতে নেমে গোসল করতে গেলে স্রোতের কবলে পরে পা পিচলে ঘাট থেকে সরে গিয়ে পানির নিচে তলিয়ে যায়।
তবে পানিতে তলিয়ে যাওয়ার সময় উচ্চ আওয়াজে চিৎকার করলে চিৎকার শোনে তার শ্বাশুড়ি রেজিয়া খাতুন (৪৫) ঘর থেকে দৌড়ে এসে পানিতে নেমে তাকে বাঁচাতে গেলে বউ-শ্বাশুড়ি দুজনেই পানির নিচে ডুবে যায়।
পরে স্থানীয় গ্রামবাসী এসে খোঁজাখুঁজি করে তাদেরকে পানি থেকে উপরে নিয়ে আসলে দেখা যায় তারা দুজনই মারা গেছেন।
এছাড়া আরও জানা যায়, তারা দুজনই সাঁতার জানতো। তবে পিপাশা আক্তার ছিলো ৯মাসের গর্ভবতী।
এটাই ছিলো তার প্রথম গর্ভপাত। আর তার শাশুড়ি রেজিয়া খাতুনের ছিলো দুই ছেলে।
বউ-শ্বাশুড়ির এই মৃত্যুর খবর তাদের স্বজনদের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা পানিতে ডুবে বউ-শ্বাশুড়ির এই মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের ফোর্স পাঠিয়েছি। তবে এখনো পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। মৃত ব্যাক্তিদের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।