৭:১৩ অপরাহ্ণ
রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের বাংলা সাহিত্যের অবিচ্ছদ্য অংশ - অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী
স্কলার্সহোমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেছেন, বিশ্বসাহিত্যে বাংলা ভাষাকে অনন্য এক মাত্রায় নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। তাঁদের সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অমর সব সৃষ্টির মধ্যে রবীন্দ্রনাথ ও নজরুল যুগ থেকে যুগে বেঁচে আছেন।
রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, অবিচ্ছেদ অংশ। স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস আয়োজিত রবীন্দ্র ও নজরুলের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আজ বৃহস্পিতবার (২৫ মে) দুপুরে স্কলার্সহোম ক্যাম্পাস অডিটোরিয়ামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে তাঁদেরকে স্মরণ করা হয়।
শিক্ষার্থী সপ্তর্ষি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখে উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, প্রভাষক নাজনীন জাহান ও শামীমা আক্তার। রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করেন শিক্ষার্থী নাবিহা, সত্যম, রামিসা, রাকিবুল, হৃদি হৃতশ্রী, প্রভাষক মীনাক্ষি সাহা ও হৃদি প্রমূখ। এসময় কীবোর্ড ছিলেন অর্ণব, অক্টোপ্যাডে সুদীপ্ত ও তবলায় সাজিদুল।