১২:৫৬ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু গোল্ডকাপে শাসখাই ও বঙ্গমাতা গোল্ডকাপে দাউদপুর চ্যাম্পিয়ন
সুনামগঞ্জের শাল্লায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্ট দু’টি বঙ্গবন্ধু গোল্ডকাপে শাসখাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
জানা যায়, গত ২৫জুলাই উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় টুর্নামেন্ট দু’টির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ২৬জুলাই টুর্নামেন্ট দু’টির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে শাসখাই ও দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা শুরু হয়।
খেলার নির্দিষ্ট সময়ে কোনো ফলাফল না আসায় ট্রাইবেকারে দাউদপুর একাদশ বিজয়ী হয়। অপরদিকে দুপুর দেড়টায় বঙ্গবন্ধু গোল্ডকাপে নোয়াগাঁও(রহমতপুর) ও শাসখাই সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা শুরু হয়ে নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকায় ট্রাইবেকারে শাসখাই একাদশ বিজয় চিনিয়ে নেয়।
খেলা শেষে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিজয়ী ও রানার্স-আপ দল সমূহের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি তুলে দেন।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপস রায়, প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন, সুব্রত কুমার দাশ, অরবিন্দু দাস, মোঃ সিদ্দিকুর রহমান, হিমাংশু রায়, অপু রঞ্জন দাস, কানন বালা দাস, হেনা রাণী দাস, লিটন চন্দ্র তালুকদার, অজিতবরণ তালুকদার, স্বদেশ রঞ্জন তালুকদার, কাজল রাণী দাস, সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার, বসুদেব দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফাইনাল ম্যাচ দু’টি সহকারী শিক্ষক লিংকন রায় ও প্রধান শিক্ষক অনাদি তালুকদার পরিচালনা করেন। পাশাপাশি ম্যাচ দু’টির ধারাভাষ্যে ছিলেন প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার দাস।