রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
ডেস্ক নিউজ::
৯ সেপ্টেম্বর ২০ ২৩
৭:০ ৯ অপরাহ্ণ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে সিলেটে বিটিএ'র সাংগঠনিক সফর সম্পন্ন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে সিলেটে সাংগঠনিক সফর সম্পন্ন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ লক্ষ্য নেতৃবৃন্দ সিলেট বিভাগের প্রতিটি জেলার শিক্ষকদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন।

গত ৮ মার্চ বিটিএ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে বিটিএ'র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতারা সিলেটে এসে পৌঁছলে সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে বিটিএ সুনামগঞ্জ জেলা আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

সেখানে কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলা শাখার উদ্দোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া।

তিনি তার বক্তৃতায় বলেন,বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল দাবি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ। এ দাবী আদায়ের লক্ষ্যে দেশের সমগ্র শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ। আন্দোলন সফল করার লক্ষ্য সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন,জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজের দাবী বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ মার্চ বিটিএ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ সারাদেশের জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত ১৪ মার্চে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২ ঘন্টার কর্মবিরতি পালনসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং জাতীকরণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় । এ ছাড়া বিগত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে শিক্ষা বাজেটে বরাদ্দ কম রাখায় ১১ জুলাই থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয় । এর পর থেকে ধারাবাহিকভাবে বিটিএ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিটিএর দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশের শিক্ষক সমাজ ঘরে ফিরে যাবে না।

বিটিএ সিলেট জেলা সভাপতি মোঃ কতু্ব উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন হায়দার ও বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতা সাইফুল ইসলাম রানার যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

তিনি তার বক্তৃতায় বলেন, সাড়ে ৫ লক্ষ শিক্ষক কমচারীর আশ্রয়স্হল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্হা রেখে দাবী আদায়ের অপেক্ষায় রয়েছেন। তিনি আগামীর সকল আন্দোলন কর্মসূচিতে সকল শিক্ষককে শরীক হওয়ার আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, অধ্যক্ষ মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা কামাল, বেলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সদর উপজেলা শিক্ষক প্রতিনিধি সুরন্জিত দাস, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মোঃ হারুনুর রশীদ, দক্ষিণ সুরমা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, জকিগন্জ প্রতিনিধি মোঃ আজির উদ্দিন। ৯ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বিটিএ হবিগঞ্জ জেলা আয়োজিত মতবিনিময় সভায় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিকালে মৌলভীবাজার জেলা পরিষদ হলরুমে বিটিএ মৌলভীবাজার জেলা আয়োজিত মতবিনিময় সভায় ও নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া আলাপকালে বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে দেশের সমগ্র শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ। তাদের এ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আগামীর সকল কর্মসূচি সফলে সকল শিক্ষককে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ