১০ :১৬ অপরাহ্ণ

কমলগঞ্জে উদ্বোধন হল মণিপুরী উইভিং ফ্যাক্টরির
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী উইভিং ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আদমপুর বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যাক্টরির উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক প্রশাসন সুকুমার চন্দ্র সাহা, বাংলাদেশ তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক (এসসিআর) কামনাশীষ দাস, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন,বাংলাদেশ তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক শরীফ আল মাহমুদ।
সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মণিপুরী উইভিং ফ্যাক্টরির পরিচালক এম এইচ রুবেল, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা,ইউপি সদস্য রুসন আলী প্রমূখ।