সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
ফারুক আহমেদ,ধর্মপাশা::
১৪ অক্টোবর ২০ ২৪
১০ :৪৪ অপরাহ্ণ

ধর্মপাশায় এক শিক্ষার্থীর ঝু.ল.ন্ত লা.শ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে আবু সাঈদ নামের ১১ বছরের এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এই শিশুটির লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। শিশুটি উপজেলার চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে ওই গ্রামের কৃষক কমল হকের ছোলে।

শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর গ্রামের কৃষক কমল হকের চৌচালা টিনের বসতঘরের ভেতরে দুটি চৌকি রয়েছে। ঘরের ভিতর চৌকি দুটির মাঝখানে একটি পর্দা টানানো।

কমল হকের স্ত্রী জাহেরা খাতুন (৪৫) আটবছর বয়সী ছেলে রিফাতকে নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি চৌকিতে ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া আটটার দিকে তিনি ঘুম থেকে উঠে নিজ ছেলে আবু সাঈদকে বসত ঘরের আঁড়ের সঙ্গে গলায় গামছা পেঁছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাটি দেখতে পেয়ে থানা পুলিশকে জানান। শিশুটির বাবা কমল হক (৫৫) কান্নাজড়িত কন্ঠে বলেন, ঘটনার সময় আমি বাড়িত আছিলাম না। ছেলেডার মাথায় মেলাদিন ধইরা সমস্যা। সে খুবই রাগী আছিন।

কের লাইগ্যা যে হে আত্মহত্যা করলো তা আমরা বুইজা উঠতাম হারতাছি না। পাইকুরাটি ইউনিযন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ওই শিশুটি চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

এই বয়সে শিশুটির আত্মহত্যার ঘটনাটি আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, শিশুর আত্মহত্যার ঘটনাটি এলাকার লোকজনদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।

লাশের ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা তা বেরিয়ে আসবে। ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান প্রতিদিনের সংবাদকে বলেন, খবর পেয়ে আমি রাত সাড়ে নয়টার দিকে বসতঘর থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করেছি।

শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশের সূরতহাল প্রতিবেদন শেষে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ছাড়ায় রাতেই ওই শিশুর পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ