১০ :৪৫ অপরাহ্ণ
ওসমানী নগরে এসওএস চিল্ড্রেন্স ডে উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি
ওসমানী নগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ডে ২০২৪ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গত রোববার এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ সিলেট এর উদ্যোগে ওসমানী নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে এক বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ সিলেট এর প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর সহকারী পরিচালক তানবীর আহমদ, সাবিকুন নাহার, মেডিকেল অফিসার ও আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত), শিহাব হাসান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় আম, নারিকেল, কাঁঠাল, জারুল, অর্জুন, নীম, কৃষ্ণচূড়া সহ সাত প্রজাতির মোট ১৭০ টি গাছের চারা হাসপাতাল ক্যাম্পাসে রোপন করা হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে বৃক্ষ রোপনের গুরুত্ব ও পরিচর্যা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।