মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০ ২৪
শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি::
২৬ সেপ্টেম্বর ২০ ২২
৯:১৮ অপরাহ্ণ

স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির তদন্তে প্রতিনিধিদল

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের দুর্নীতির তদন্তে এসেছে দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল। বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের নির্দেশে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. ধন্মেঞ্জয় দাস এই তদন্তে আসেন।

রবিবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই তদন্ত চলে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাক্ষীদের জবানবন্ধী নেন তাঁরা। এছাড়াও উপজেলার মুক্তারপুর গ্রামের রাজকুমার দাসের নাম ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ভুয়া উত্তোলণ করে আত্মসাতের অভিযোগের তদন্তও করা হয়।

তদন্ত কমিটির সদস্য ডা. ধন্মেঞ্জয় দাস জানান, তদন্ত শেষ হয়েছে। আগামী দশদিনের মধ্যে প্রতিবেদন লিখে বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্যারের কাছে জমা দেয়া হবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না। উল্লেখ্যঃ এর আগে কোভিড ১৯ স্বেচ্চাসেবীদের নামে ৮ লাখ ৮২ হাজার টাকা স্বাক্ষর জাল করে টাকা আত্মাসাতের অভিযোগ এনে গত ২৩ জুলাই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শাল্লাবাসী। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা বিলে ভুয়া নাম ব্যবহার করে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে বিভাগীয় পরিচালকসহ দুদকে অভিযোগ করেন উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দা রাজকুমার দাস।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ