৮:১১ অপরাহ্ণ
সিসিকে সেনা সদস্য নিহতের ঘটনাস্থলে আনোয়ারুজ্জামান, শোকপ্রকাশ
সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্যের নিহতের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি ঘটনাস্থলে গিয়ে তিনি এই ঘটনায় শোকপ্রকাশ করেন এবং স্থানীয় ব্যবসায়ী সহ সবাইকে শান্তনা দিয়ে ধৈয্য ধরার আহবান জানান। তিনি বলেন, এটা একটি দুর্ঘটনা, এই ঘটনায় কারো দুর্বলতা প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২ তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভিতরে ওই পথচারীর মাথায় এসে পড়ে।
সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।