বৃহস্পতিবার, অক্টোবর ১০ , ২০ ২৪
নিউজ ডেস্ক::
২৫ ডিসেম্বর ২০ ১৮
৮:০ ৩ অপরাহ্ণ

হবিগঞ্জ বিএনপি নেতা মো. আশিকুল ইসলাম সিলেট নগরীর তালতলায় হামলার শিকার

গত ২৪ শে ডিসেম্বর দুপুর আড়াইটায় হবিগঞ্জ সদর উপজেলা বি এন পি সদ্য ঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আশিকুল ইসলাম এক হামলার শিকার হয়েছেন।

সূত্রে জানা যায় যে, জেলা আওয়ামীলীগ নেতা পীযুষ গ্রুপের নেতা রাব্বী ও তার কর্মীরা এই হামলা করেছে বলে মো. আশিকুল ইসলাম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

এই ঘটনার পরবর্তীতে মো. আশিকুল ইসলাম কে সিলেট ওসমানী মেডিকেল ভর্তি করা হয়েছে। এলাকার বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত ৫ই ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলার বিএনপি এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সেই কমিটিতে মো. আশিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়াই তালতলা পয়েন্ট সংলগ্ন জামতলা রাস্তার সামনে কতেক বিএনপি নেতা কর্মীরা আশিকুল কে ফুলেল সংবর্ধনা দেওয়ার সময় একই এলাকার পীযুষ গ্রুপের সেচ্ছাসেবকলীগ নেতা রাব্বীর এর সহিত বিএনপি এর নেতা কর্মীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মো. আশিকুল ইসলাম মারাত্মক আঘাত প্রাপ্ত হন।

এলাকার লোকজন দ্রুত তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করান। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় কতোয়ালী থানা পুলিশ এর সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি তদন্ত করছেন বলে জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ