শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
স্টাফ রিপোর্ট:
৩১ ডিসেম্বর ২০ ১৮
৯:২৪ অপরাহ্ণ

নগরীর তালতলায় ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্ট : : নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নগরীতে সন্ত্রাসী হামলায় এক ছাত্রদল নেতা আহত হয়েছেন।

রোববার বেলা ২টার দিকে তালতলা পয়েন্ট এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ছাত্রদল নেতা মোঃ জুবেল হাসান নগরীর পশ্চিম কাজির বাজারের মোগলটুলা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে সিলেট মহানগরীর ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের সহ  সম্পাদক।

গুরুতর আহত অবস্থায় মোঃ জুবেল হাসানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোঃ জুবেল হাসানের উপর এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে এখনো থানায় কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন কতোয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন।

সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে মোঃ জুবেল হাসান তালতলা পয়েন্টে আসলে উক্ত হামলার স্বীকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ২টার দিকে ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের সহ  সম্পাদক মোঃ জুবেল হাসান সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করতে নগরীর তালতলা পেয়েন্টে যান।

সেখানে আগ থেকে উৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হঠাৎ মোঃ জুবেল হাসানের উপর হামলা চালায়। বিষয়টি বুঝে উঠার আগেই এলোপাতাড়ি হামলায় গুরুতর আহত হয়ে রাস্তায় লুটে পড়েন মোঃ জুবেল হাসান।

আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় জুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কতোয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় কোন মামলা হয়নি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ