রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০ ২৫
মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর::
১৪ এপ্রিল ২০ ২৪
৭:৪৭ অপরাহ্ণ

ধর্মীয় উৎসব নিয়ে নেতিবাচক মনোভাব পরিহার করতে হবে: এম এ মান্নান এমপি

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ধর্মীয় উৎসব নিয়ে নেতিবাচক মনোভাব পরিহার করতে হবে।

ধর্ম যার যার উৎসব সবার। এ কথাটির ভূল ব্যাখা করে অনেকে নেতিবাচক মন্তব্য করে। যা কোন অবস্থায় কাম্য নয়।

এসব ভূল ব্যাখাকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এবার বৈশাখ মৌসুমে বোরো ধানের ভালো ফলন হয়েছে এবং বর্তমানে উৎসবমুখর পরিবেশে হাওরাঞ্চলে ধান কাটা ও গোলায় তোলার কাজে মনের আনন্দে ব্যস্ত আছেন কৃষক-কৃষাণীরা।

১৪ এপ্রিল রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এ সময় সাবেক যুগ্ম-সচিব মল্লিক আজাদুর রহমান, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, মল্লিক ড.পাপিয়া রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, ওসি তদন্ত সুশংকর পাল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এমপি এমএ মান্নান আ.লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ