সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
৮ জুলাই ২০ ২৪
৮:১২ অপরাহ্ণ

হিজরি সন মুসলমান জাতির স্বতন্ত্রতা ও গৌরবের পরিচয় বহন করে: মনজুরুল করিম মহসিন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, বছর পেরিয়ে হিজরি নববর্ষ মুসলমানদের মাঝে সমাগত হয়েছে। হিজরি সন একমাত্র মুসলমানদের সন। অন্য কোনও জাতিসত্তার সাথে এ সনের সম্পৃক্ততা নেই।

এ সন মুসলমান জাতির স্বতন্ত্রতা ও গৌরবের পরিচয় বহন করে। রাসূল (সা.) এর নবুওয়তের সতেরোতম বছর থেকে এ সন গণনা শুরু করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)। মুসলিম সা¤্রাজ্যের প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমে একটি স্বতন্ত্র সনের প্রয়োজন অনুভূত হলে হযরত উসমান (রা.), হযরত আলী (রা.), হযরত তালহা (রা.), হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা.) প্রমুখ জলিলুল কদর সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে তিনি হিজরি সনের প্রবর্তন করেন।

রাসূল (সা.) এর মদিনায় হিজরতের দিন থেকে হিজরি সনের গণনা শুরু হয়। সাহাবায়ে কেরাম থেকে রাসূল (সা.) এর ওয়ালাদাত, ওফাত, নবুওয়াতের দিন থেকে হিজরি সন শুরুর প্রস্তাব এলেও হযরত উমর (রা.) হিজরতের দিনটিকেই পছন্দ করেন। কেননা হিজরত হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। হিজরতের মাধ্যমেই মদিনায় ইসলামি রাষ্ট্রের গোড়াপত্তন হয়।

এজন্য মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, মুসলমানদের জীবন-যাপন, উৎসব, ইবাদাত ও আমলের নানা বিষয় হিজরি সনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাওম, হজ্জ, যাকাত সহ বিভিন্ন বিষয় চান্দ্রমাসের সাথে জড়িয়ে আছে। সেজন্য অন্যান্য সনকে অনুসরণকে করলেও হিজরি সনকে প্রাধান্য দিয়ে এর সাথে আমাদের জীবন-যাপনের অভ্যস্ততা জরুরি।

৮ জুলাই”২৪, সোমবার, বিকাল ৩ ঘটিকায়, নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত “মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব ও প্রভাব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, কেন্দ্রীয় সদস্য এম শামছ উদ্দিন ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এইচ কে এম নোমান, মিজানুর রহমান, তোফায়েল শাহ, সহ-প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মানিক, অফিস সম্পাদক মো. নুরুল হাসান, সহ-অফিস সম্পাদক মো. শফিকুল ইসলাম, আব্দুল মুনতাসির খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরকান খান মোহন, ১৬নং ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ, ২০নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, ২৫নং ওয়ার্ড সভাপতি এস এম আলী আহমদ, ৩৬নং ওয়ার্ড সভাপতি নাঈম আহমদ, ৪২নং ওয়ার্ড সভাপতি সাইফ উদ্দিন, ২৩নং ওয়ার্ড সহ-সভাপতি বুরহান উদ্দিন, ২৪নং ওয়ার্ড সহ-সভাপতি ছালিম আহমদ, ২৭নং ওয়ার্ড সহ-সভাপতি ফাহিম আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক কাওসার আহমদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান সিদ্দিকী, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, ২২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, ২৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল হাসান জুনাইদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ