বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
৫ ফেব্রুয়ারী ২০ ২৫
৯:৩৫ অপরাহ্ণ

জগন্নাথপুরে বিরোধীয় জায়গায় আদালতের স্থায়ী নিষে.ধা.জ্ঞায় এলাকায় স্বস্তি

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের বিরোধীয় জায়গা নিয়ে মামলায় বাদী পক্ষে বিজ্ঞ আদালত স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছেন। এতে এলাকায় স্বস্তি বিরাজ করছে।

জানাগেছে, জায়গা নিয়ে বিরোধের জের ধরে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি মাঝপাড়া গ্রামের মৃত কদর আলীর ছেলে মো. ছায়েদ আলী সহ প্রবাসী রেজুয়ান আহমদ দুলাল ও তাদের লোকদের জড়িয়ে একের পর এক মামলা দিয়ে হয়রানী করছেন একই গ্রামের মদরিছ মিয়ার ছেলে মো.আকিকুর রহমান কোরেশী।

এসব ঘটনায় তাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে সুনামগঞ্জ আদালতে চলমান বিবিধ মামলা নং-৪১০/২০২৪ মামলায় আদালত বাদীপক্ষ মো.ছায়েদ আলী পক্ষে আদেশ প্রদান করেন।

পূর্বে উক্ত জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও এবার স্থায়ী নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) জারি করা হয়েছে। এ বিষয়ে ভূক্তভোগী পরিবারের পক্ষে মো. ছায়েদ আলী সন্তোষ প্রকাশ করে জানান, আদালতের আদেশে আমরা অনেক খুশি হয়েিেছ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ