৭:৪৭ অপরাহ্ণ

লাফার্জহোলসিম'র টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা পরিদর্শণ করেছে নারায়নগঞ্জ সিটি করপোরেশন
ঢাকা, জুলাই ১৩, ২০২৪ঃ সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর ছাতক প্ল্যান্টে কোম্পানিটির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা ’জিওসাইকেল’ এর কার্যক্রম ঘুরে দেখেছেন নারায়নগঞ্জ সিটি করপোরেশন এর একটি প্রতিনিধি দল।
এরপর প্রতিনিধি দলটি লাফার্জহোলসিম ও সিলেট সিটি করপোরেশন এর যৌথ উদ্যোগে স্থাপিত ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি পরিদর্শণ করেন, যার মাধ্যমে সিলেট শহরের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হচ্ছে।
এই পরিদর্শণ এর মূল লক্ষ্য ছিলো সিলেটের ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি স্থাপনে যৌথ উদ্যোগ বিষয়ে ধারনা নেয়া এবং নারায়নগঞ্জ সিটি করপোরেশনে একই মডেলে এই ফ্যাসিলিটি স্থাপন বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা। নারায়নগঞ্জ সিটি করপোরেশন এর ছয় সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম।
লাফার্জহোলমি বাংলাদেশ এর ছাতক প্ল্যান্টে প্রতিনিধি দলটিকে ‘জিওসাইকেল’ কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরার পাশাপাশি পুরো কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়।
‘জিওসাইকেল’ এর কার্যক্রম ঘুরে দেখে মোঃ মঈনুল ইসলাম নারায়নগঞ্জ সিটি করপোরেশন এর পক্ষে লাফার্জহোলসিম এর সাথে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।
এই ধরনের উদ্যোগ সিটি করপোরেশনকে টেসকই পরিবেশ এবং নগরের বর্জ্য সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
হেড অব জিওসাইকেল বাংলাদেশ লতিফুর রহমান বলেন, “টেকসই উপায়ে নগরের বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনা নারায়নগঞ্জ সিটি করপোরেশন এর মতো প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর।
পরিষ্কার, সবুজ এবং টেকসই নগর তৈরি করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বসবাসযোগ্য নগর উপহার দেয়াই আমাদের লক্ষ্য।” জিওসাইকেল, সুইজারল্যান্ড ভিত্তিক হোলসিম গ্রুপের একটি উদ্যোগ যা বর্তমানে বিশে^র ৪০টি দেশে শিল্প, কৃষি এবং নগরের বিভিন্ন ধরনের বর্জ্য টেকসই উপায়ে কো-প্রসেস করছে।
সারাবিশে^ প্রতি বছর এর মাধ্যমে প্রায় ১০ মিলিয়ন টন বর্জ্য কো-প্রসেস করা হয়ে থাকে। একটি বর্জ্য শূণ্য পৃথিবী তৈরিতে এর ভূমিকা অপরিসীম।
সাম্প্রতিক সময়ে লাফার্জহোলসিম বাংলাদেশ জিওসাইকেল ফ্যাসিলিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। বাংলাদেশে এটাই একমাত্র এধরনের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা।
২০২৩ সালে জিওসাইকেল এর মাধ্যমে প্রায় ৫০ হাজার টন বিভিন্ন লিল্পের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হয়েছে যার মধ্যে ট্যানারি, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, এফএমসিজি এবং মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট অন্যতম।