বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০ ২৩
বিজ্ঞপ্তি::
১৭ মার্চ ২০ ২৩
৭:৩৩ অপরাহ্ণ

জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ ব্যাংকের পুস্পস্তবক অর্পণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম ও পরিচালক একেএম এহসান ও মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে শোভাযাত্রা সহকারে ১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা কর্মচারগণ সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুল মন্নান, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ইকবাল হাসান, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক সিতাংশু শেখর রায়, প্রাক্তন সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম মিয়া, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, এমপ্লয়ীজ এসোসিয়েশন ( সিবিএ) র সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, যুগ্মসম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ, আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ নেছার আহমদ, কার্যকরী সভাপতি মোঃ মনির হোসেনসহ বিপুলসংখ্যক কর্মকর্তা কর্মচারী শোভাযাত্রায় অংশ নেন।

পরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বাংলাদেশ ব্যাংক সিলেট, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ), বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ