৫:৫৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দিনে আলোচনাসভা সহ নানা কর্মসূচি পালন করা হয়।
রাতের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা পুলিশ, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কাউট, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ওসি তদন্ত সুশংকর পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, বীর মুক্তিযোদ্ধা আছলম উল্লাহ, শৈলেন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আরা আশা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, প্রেসক্লাব সদস্য আফজাল মিয়া, বাপন দত্ত, তৈয়বুর রহমান, সাবেক বাজার সেক্রেটারি দিলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর। পরে বুধবার দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এদিকে-বুধবার সকালে জগন্নাথপুর উপজেলা আ.লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, আফু মিয়া, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের বশির আহমদ, মনু মোহাম্মদ মতছির, সাজাদ খান, আবদুল গফুর, ছোট মিয়া, লিলু মিয়া, আপ্তাব উদ্দিন, আবদুল তাহিদ, যুবলীগের জাহাঙ্গীর খান, রাজিব চৌধুরী বাবু, এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক তাহা আহামদ, জুয়েল আহমদ, সাফরোজ ইসলাম রুনু ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ প্রমূখ।
এছাড়া র্যালিতে উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব সহ দলীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অপরদিকে-সকালে জগন্নাথপুর উপজেলা লেডিস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। লেডিস ক্লাব সভাপতি ড. পাপিয়া রহমানের নেতৃত্বে ক্লাবের সকল নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এছাড়া সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।