৭:০ ৪ অপরাহ্ণ
রোটারিয়ানরা সব সময় আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: ডাঃ মনজুরুল হক চৌধুরী
রোটারির ১১৯তম জন্মদিন পালন
পিডিজি ডাঃ মনজুরুল হক চৌধুরী বলেছেন, রোটারিয়ানরা সব সময় আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো প্রতিদান নয়, মানুষ হিসেবে মানুষের সেবা করার মনোভাব থেকেই রোটারিয়ানরা কাজ করে থাকেন।
গতকাল শুক্রবার রাতে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে রোটারির ১১৯তম জন্মদিন পালন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ মনজুর আল বাছেত সভাপতিত্বে পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ এর পরিচালনায় অনন্যোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন ক্লাবের, পিডিজি এম আতাউর রহমান পীর, রোটারিয়ান আলহাজ¦ এম আতাউর রহমান, পি পি রোটারিয়ান আনহার সিকদার, রোটারিয়ান জামিল আহমেদ চৌধুরী , রোটারিয়ান কে এম এইচ কে ফেরদৌস, রোটারিয়ান আজাদ চৌধুরী, রোটারিয়ান পিপি আসাদুজ্জামান সায়েম, রোটারিয়ান পিপি শামসুল হক দিপু, রোটারিয়ান ইমরান কালাম বুলবুল রোটারিয়ান আবুল মনসুর আহমদ প্রমুখ ।
উলেখ্য- রোটারিয় প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি সফিক বখত এবং রোটারি জন্মদিনে বিভিন্ন ক্লাবের প্রেসিডোন্টরা উপস্থিত ছিলেন।