সোমবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২১ নভেম্বর ২০ ২৩
৩:১১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত থেকে কাভার্ডভ্যানে করে মাদক পরিবহনকালে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এএসআই কাঞ্চন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার (২১ নভেম্বর) ভোররাতে ভোলাগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ভোলাগঞ্জ পাভেল এন্টারপ্রাইজের সামনে পাথর ভাঙার মেশিন টমটমে কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্য পরিবহনকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিবহনের চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। এসময় ভারতীয় মদ উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

পরে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যান ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। বিশাল এই চালানে ভারতীয় বিভিন্ন নামি-দামী ব্রান্ডের মদ রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় কাভার্ড ভ্যানভর্তি মদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ