১২:৩১ পূর্বাহ্ণ

ডা: রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুল পরিদর্শন করলেন জেলা শিক্ষা কর্মকর্তা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডা: রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুল এন্ড কিন্ডার গার্টেন পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। আজ (২৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার তিনটার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।
এই উপলক্ষে বিদ্যায়ের প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ডা: রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুল এন্ড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক তপন কুমার পাল। ডা: রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুল এন্ড কিন্ডার গার্টেন এই আলোচনা সভার আয়োজন করেন।
এতে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সারোয়ার জাহান খান, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, ডা: রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুল এন্ড কিন্ডার গার্টেন এর সহকারি প্রধান শিক্ষক বিউটি আক্তার, সহকারি শিক্ষক শিউলি আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন, ডা: রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুল এন্ড কিন্ডার গার্টেন এর সহকারি আরিফুর রহমান রাজু, তানিয়া আক্তার, ফারজানা আক্তার, ওম্মে সানি সিক্তা, কামরুন্নাহার স্বপ্না, সেফালি, সান্তনা আক্তার নিঠু, শাহানা আক্তার, শিপা আক্তার, হেপী আক্তার, শিমু আক্তার, পপি আক্তার, ফারুক আহমেদ প্রমুখ।