১০ :৪৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল সম্পন্ন
সিলেট জেলা স্টেডিয়ামে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ -এর জেলা পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
রোববার মদন মোহন কলেজকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুশিয়ারা ডিগ্রি কলেজে ফুটবল দল।
এসময় ছাত্রদের উৎসাহ দিতে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কুশিয়ারা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য ফারুক আহমদ মিছবাহ, কলেজের গভর্নিং বডির সভাপতি বাবু শ্রী নীহার রঞ্জন দাস, কুশিয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,টি এম সাঈদ আহমেদ আখনজী, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ইউ. কে প্রবাসী নাজিম উদ্দীন আহমদ, সাবেক চেয়ারম্যান সালেহ আহমেদ, দাতা সদস্য হাজী নজীব আলী, বিদ্যোৎসাহী সদস্য ছালেহ আহমদ ,বাংলা বিভাগের প্রধান আলী আকবর চৌধুরী, খেলায় কোচের দায়িত্ব পালন করেছেন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক সুমন চৌধুরী এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট অনুকূল চন্দ্র দাস।