রবিবার, নভেম্বর ৩, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৮:৩০ অপরাহ্ণ

সিলেট মিলেনিয়াম মার্কেটের স্বত্তাধিকারী  আছাব আলীর ইন্তেকাল

সিলেট মিলেনিয়াম মার্কেটের স্বত্তাধিকারী বিশিষ্ট দানশীল ব্যাক্তি, দক্ষিণ সুরমার জালালপুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ভূমিদাতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ আছাব আলী (৯০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি রাজেউন )। মঙ্গলবার দিবাগত রাত  ৩ টায় সিলেট নগরীর নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিতার মৃত্যু সংবাদ শুনে মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি বৃটেনের বিশিষ্ঠ ব্যাবসায়ী সমাজসেবী হোসেন আহমদ, মেঝ ছেলে সালেহ আহমদ ও ছোট ছেলে আলী আহমদ যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫ টায় দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইলস্থ নিজ গ্রামে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন পরিবারের সদস্যরা। 
হাজী আছাব আলী দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের বেশির ভাগ সময় তিনি যুক্তরাজ্যে অতিবাহিত করেছেন। পরে দেশে এসে এলাকার শিক্ষা প্রতিষ্টানের জন্য নিরলসভাবে কাজ করে যান। জালালপুর কলেজ, জালালপুর সিনিয়র মাদরাসা, জালালপুর উচ্চ বিদ্যালয়, জালালপুর হাফিজিয়া মাদরাসাসহ এলাকার শিক্ষা প্রতিষ্টানের সাথে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা ছিল। তিনি রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তাঁর নামে ‘ হাজী আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ’ দীর্ঘ এক যুগ থেকে জালালপুরে অনুষ্টিত হয়ে আসছে। একজন সমাজসেবক ও দানশীল ব্যাক্তি হিসেবে তিনি গোটা সিলেটে সুপরিচিত। এলাকার সর্বস্তরের মানুষের অতি আপনজন হিসেবে তিনি সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ