শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
ড্রীম সিলেট ডেস্ক
১৭ মার্চ ২০ ২০
৫:৫৯ অপরাহ্ণ

সাংবাদিক সজল ঘোষের কথায়  ‘আলোয় আলোয়’ শিরোনামের গান প্রকাশিত

সাংবাদিক ও গীতিকার সজল ঘোষ-এর কথায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে  ভারতের জি বাংলা টিভির সা রে গা মা পা খ্যাত সঙ্গীত  শিল্পী অবন্তী  সিঁিথর গান ‘আলোয় আলোয়’ আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে। ‘আলোয় আলোয়’ শিরোনামের এ গানটি দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন লিমিটেড থেকে চমৎকার একটি ভিডিওসহ দর্শক-শ্রোতাদের জন্য রিলিজ দেয়া হয়েছে। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঢাকার মগবাজারস্থ ডি-স্টেশন স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। ‘আলোয় আলোয়’ শিরোনামের গানটির কথা হলো- আলোয় আলোয় রাঙিয়ে দেব তোমার জীবনপাড়া/মায়াবী ছোঁয়ায় কাছে থেকো দিয়ে একটু সাড়া/চোখের পাতায় তোমার ছবি ভাসলে সুখি হই/ভালোবাসায় মাতাবে ভেবে প্রতীক্ষাতে রই/সমুদ্র¯œানে মুখর হবো গল্প কবিতা গানের সুরে/চেয়ে দেখো সূর্য উঠেছে রঙিন প্রেমের ভোরে/তোমার মাঝেই মিশে গেছি অন্য কিছুতে নই/আকুল প্রার্থনা যুগে যুগে আমি তোমারই হই।
‘আলোয় আলোয়’ শিরোনামের গানের কণ্ঠশিল্পী অবন্তী সিঁিথ গানটি প্রসঙ্গে জানান- অনেক সময় নিয়ে যতœ করে গানটি করা হয়েছে। সুন্দর মনমাতানো শব্দের গাঁথুনি দিয়ে গানটি লেখা হয়েছে। সুর ও সঙ্গীত এক কথায় অসাধারণ। শ্রোতারা গান শোনে বেশ আনন্দই পাবেন।
গানের সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যাণ গান প্রসঙ্গে বলেন, শ্রোতাদের পছন্দের কথা ভেবেই এ গানটি করেছি। এই গানটি বাংলাভাষার গানের জগতে একটি স্থান করে নিবে বলে প্রত্যাশা রাখছি। ভালোবাসা দিবসের আবহ নিয়ে সৃষ্ট এ গানটি শ্রোতাপ্রিয় হবে।
গানটির গীতিকার ও সাংবাদিক সজল ঘোষ তাঁর গান লেখা প্রসঙ্গে বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল পবিত্র ভালোবাসার আবেগ অনুভূতি নিয়ে একটি গান লেখার। সেই ইচ্ছেরই বহিঃপ্রকাশ এ গানটি। সঙ্গীত শিল্পী অবন্তী সিঁিথ এবং গানের সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যাণের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম গানটিকে অনবদ্য ও অনন্য করেছে। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
প্রসঙ্গত, গানটি গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি, টেলিটক সিম ব্যবহারকারীরা ফোনের ওয়েলকাম টিউন হিসেবেও ব্যবহার করতে পারবেন। -বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ