সোমবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
৬ জুন ২০ ২৪
৫:৫৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের প্রেস ব্রিফিং

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের প্রেস ব্রিফিং হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে আশ্রয়ন-২ প্রকল্পের অধীন “ভূমিহীন-গৃহহীন” (ক-শ্রেণি) পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন এবং জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

৬ জুন বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত আশ্রয়ন প্রকল্পের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৫৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে আগামী ১০ জুন ৪র্থ ধাপে আরো ২০টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো ৫০টি আবেদন আছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরও যদি কেউ বাকি থাকেন, আবেদন করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা নিজে থেকে তাদের ঘরের যতœ নিতে হবে।

নিয়মিত বসবাস করতে হবে। ঘর পেয়ে কেউ ব্যবহার না করলে তা বাতিল করা হবে। প্রেস ব্রিফিংকালে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, সাংবাদিক ইয়াকুব মিয়া, আলী হোসেন খান, বাপন দত্ত প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ