মঙ্গলবার, এপ্রিল ২২, ২০ ২৫
ডেস্ক নিউজ::
১৪ মার্চ ২০ ২২
৬:০ ৯ অপরাহ্ণ

গায়েবী শাহ (রহ.)’র মাজার গিলাফ দিলেন মকন মিয়া
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হজরত শাহজালাল (রহ.)’র ও ৩৬০ আওলিয়ার অন্যতম সঙ্গী হজরত গায়েবী শাহ (রহ.)-এর ১১তম বার্ষিক খতমে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে হজরত শাহজালাল (রহ.) দরগা শরীফের মতোওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান জঙ্গির পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করেন হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ. মো. মকন মিয়া।

এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী,  হজরত গায়েবী শাহ (রহ.) মাজারের মতোওয়াল্লি শাহনুর শাহ, মাওলানা সৈয়দ রাকীব আল হেলালী, মাওলানা কামাল আহমদ কামালী, মাওলানা ক্বারী কামাল আহমদ কামালী, মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল হাবীব,  সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, ল’ কলেজ ছাত্র ফোরামের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, রিমন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ