সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
ফারুক আহমেদ,ধর্মপাশা::
১২ অক্টোবর ২০ ২৪
২:৫৩ অপরাহ্ণ

ধর্মপাশায় সবজির বাজারে আগুন,ক্রেতাদের সাধ্যের বাহিরে চলেগেছে সবজির দাম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাটবাজারে চড়াও মুল্যে শাক - সবজি বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহে শাক - সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৪০টাকা পর্যন্ত। শাক সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।

গত (১০অক্টোবর) বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা ও গতকাল (১১অক্টোবর) শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাদ*শা*গঞ্জ, ধর্মপাশা ও গাছতলা বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত (৪অক্টোবর) শুক্রবার প্রতি কেজি লাল শাকের দাম ছিল ৫০টাকা। এখন দাম বেড়ে তা হয়েছে ৬০টাকা।

এ ছাড়া পটল ৫০টাকা থেকে বেড়ে ৮০টাকা, আলু ৫০টাকা থেকে বেড়ে ৬০টাকা, বেগুন ৭০টাকা থেকে বেড়ে ১০০টাকা, জলপাই ৭০টাকা থেকে বেড়ে ৮০টাকা, শসা ৬০টাকা থেকে বেড়ে ১০০টাকা, পেপে ২০টাকা থেকে বেড়ে ৩৫টাকা, করলা ৭০টাকা থেকে বেড়ে ১০০টাকা, চিচিঙা ৬০টাকা থেকে বেড়ে ৮০ টাকা, ঝিঙা ৬০টাকা থেকে বেড়ে ৮০টাকা, ধুন্দল ৭০টাকা থেকে বেড়ে ৮০টাকা, মিষ্টি কুমড়া ৪০টাকা থেকে বেড়ে ৭০টাকা, জলপাই ৬০টাকা থেকে বেড়ে ৭০টাকা, মুখি ৫০ টাকা থেকে বেড়ে ৭০টাকা, ফুলকপি ১২০টাকা থেকে ১৪০টাকা, কাকরুল ৭০থেকে বেড়ে ৮০টাকা, কাঁচামরিচ ৩০০টাকা থেকে বেড়ে ৪৫০টাকা করে বিক্রি হচ্ছে। উপজেলার ধর্মপাশা বাজারের ব্যবসায়ী বোরহান উদ্দিন (৩০) বলেন, আমাদের বাজারগুলোতে বেশির ভাগ শাক সবজি আসে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে। এই অঞ্চলে বন্যার কারণে শাক সব*জির সরবরাহ কমে যাওয়ায় বেশি দামে কিনে বেশি দামে আমাদেরকে বিক্রি করতে হচ্ছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেছেন সবজির দাম বাড়ার পেছনে বন্যার অজুহাতে আরতদারদেরও (মজুতদার) কিছু অসাধু (সিন্ডিকেট) ব্যবসায়ীদের হাত রয়েছে। তারা একটা অজুহাত পেলেই পন্যের দাম বাড়িয়ে দেয়। বাজার মনিটরিং করে তাদের আইনের আওতায় আনা ধরকার বলে প্রশাসনের কাছে জোর দাবী জানান তারা।

উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা দিনমজুর মতি মিয়া (৪০) বলেন, আমরা গরীব মানুষ। টাকার জন্য মাছ মাংস কিনতে পারিনা। আমরার শাক সবজির তরকারি খাইয়া জীবন চলতো। অহন এই বাজারেও আগুন লা*গছে। কী আর খাইমু। যে শাক সবজি এক কেজি কিনতাম দাম বাড়ায় অহন তা আধা কেজি কিনতে অইতাছে। এই ভাবে আর কতদিন চলবাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ