৬:৫৯ অপরাহ্ণ
মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতি করেন সংগঠনের সভাপতি নুরুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সভাপতি মনসুর আলম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক মো. বদরুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ জিয়া, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক কামরান হোসেন, ক্রীড়া সম্পাদক জুনায়েদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, সদস্য লোকমান হোসেন, রোকন উদ্দিন, আশিক আহমদ প্রমুখ।
সভায় সংগঠন গতিশীল করার লক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর সাধারণ সভা ও আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পুষ্পস্তক অর্পণ ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া গত আগস্টে ‘লোকমান অটো’তে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার নিন্দা জানান নেতৃবৃন্দ। সভায় পলি অটোর-২ এর স্বত্বাধিকারী কবির উদ্দিন সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি