বৃহস্পতিবার, অক্টোবর ১০ , ২০ ২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
৮ ফেব্রুয়ারী ২০ ২৪
৬:৪৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে কাবাডি চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন উপজেলা কাবাডি (তরুণী) দলকে বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও গিফট-সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপনের পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য দেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, নির্বাহী সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, নির্বাহী সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, নির্বাহী সদস্য আনসার উদ্দিন, নির্বাহী সদস্য ও ভাটরাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক) সবিতা রানি মোহন্ত, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি জীবন আহমদ, সাংবাদিক আনোয়ার সুমন ও শিপন আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ